আরও খবর
ডেঙ্গু আক্রান্ত ৩৫ জন নতুন রোগী গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি।
বুধবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসাবে, ডেঙ্গু আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩০ জনই ঢাকার। বাকিরা ঢাকার বাইরে, অন্য বিভাগের।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। চলতি বছরে এখন পর্যন্ত এক হাজার ৫৬৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন এক হাজার ৩৯১ জন। এ বছর এখন পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
বিডি/এন/এমকে