পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধরধরিয়া বিলের খাস (সরকারি) জমিতে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্থানীয় প্রভাবশালীরা খাস জমি দখলের জন্য পুকুর খনন কাজ শুরু করলে বাধা দেয় ভূমিহীনরা। এ নিয়ে ভুমিহীন ও প্রভাবশালীদের মধ্যে বিরোধ দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার দুপুরে খনন কাজ বন্ধ করা হয়।
এদিকে এ বিলের প্রায় সাড়ে ৩৩ একর খাস জমি ২০৫টি ভুমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবিতে বুধবার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুমিহীনরা।
পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের আগ্রা গরিনাবাড়ি ভুমিহীন সংগঠনের সভা প্রধান অশোক চন্দ্র রায় জানা ধরধরিয়া বিলের আগ্রা গরিনাবাড়ি অংশে সরকারি ১ নং খাস খতিয়ান ভুক্ত ৩৩.৪৫ একর জমি রয়েছে। এ জমি ২০৫ টি ভুমিহীন পরিবার দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু গত ১ বৈশাখ থেকে কতিপয় প্রভাবশালী বিলের জমি দখলের পায়তারা করছে। তারই অংশ হিসেবে একাধিক জায়গায় পুকুর খনন শুরু করে তারা।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশে পুকুর খনন কাজ বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, বিলের জমি সরকারি ২ নং খাস খতিয়ান ভুক্ত। এ জমি নিয়ে একাধিক পক্ষ সৃষ্টি হয়েছে। মামলাও চলছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমি যে অবস্থায় আছে, সেভাবেই থাকবে। সরকারি স্বার্থ সংরক্ষণে বিলে পুকুর খনন কাজ বন্ধ করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সজাগ রয়েছে।
বিডি/লিমন/সি/এমকে