পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পরিচয় অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা ও বুধবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা দু’জনেই মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।
জানা যায়, তাদের দু’জনের মধ্যে একজনকে (৪৬) স্থলবন্দর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন বাংলাবান্ধা ইউপি সদস্য বুলবুল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অপর ব্যক্তি (৪৫) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে মৃত্যু হয় তার। তার লাশও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত ১৬ মে পঞ্চগড় সদরের মাগুড়া এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা তাকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক আমানুল্লাহ ও পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা।
বিডি/সম্রাট/সি/এমকে