ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

প্রধানমন্ত্রীকের হত্যার হুমকি প্রদানে সম্মতি আছে বিএনপির: কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মে ২৪, ২০২৩ ১৫:৪১
৩৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের বিষয়ে বিএনপির মৌন সম্মতি আছে বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যৌক্তিকতা তুলে ধরে বলেন, বিএনপির কোনও দায়িত্বশীল নেতা এ পর্যন্ত কোনও ব্যবস্থা নেননি। যিনি হুমকি দিয়েছেন, তিনি দলটির সাধারণ কোনো কর্মী নন, জেলার আহবায়ক ও কেন্দ্রীয় নেতা।

বুধবার (২৪ মে) রাজধানী ঢাকার সড়ক ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন। বারৈয়ারহাট রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। বলেন, প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ হুমকিটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও ভালোভাবে নেননি। বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন- এটি মুখ ফঁসকে বলেছে। তিনি বলেন, এটা স্লিপ অব টাং নয়, এটা বিএনপিরই কথা। কারণ, বিএনপি নেতারা তার বিরুদ্ধে কোনও সাংগঠনিক ব্যবস্থা নেননি। চুপ থেকেছেন মানে তাদেরও মৌন সম্মতি আছে।

বিডি/আর/এমকে



মন্তব্য