ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

আমরা সহিংসতায় যাবো না: ওবায়দুল কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মে ২৪, ২০২৩ ১৫:১০
১৫ বার পঠিত

স্বভাব অনুযায়ী বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য ও সন্ত্রাস করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এ ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতিই বলে দেবে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। দল হিসেবে আওয়ামী লীগ এটা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। আমরা সহিংসতায় যাবো না।

রাজধানীতে বিআরটিসির গাড়িতে আগুন ও পুলিশের ওপর হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। বুধবার (২৪ মে) রাজধানী ঢাকায় সড়ক ভবনে বারৈয়ারহাট রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে হবে। নির্বাচন যারা প্রতিরোধ করতে আসবে, তাদের প্রতিরোধ করা হবে।

বিডি/আর/এমকে



মন্তব্য