ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

আমেরিকার যুদ্ধ বিমানকে ধাওয়া রাশিয়ার

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মে ২৪, ২০২৩ ১৪:২৬
২১ বার পঠিত

বাল্টিক সাগরের উপর দিয়ে উড়ে যাওয়া দু’টি মার্কিন যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন করে রুশ আকাশ সীমায় ঢুকে পড়লে তাদের ধাওয়া করে মস্কোর এসইউ-২৭ যুদ্ধবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার রাষ্ট্রীয় সীমান্ত থেকে বিদেশি সামরিক বিমানগুলোকে ধাওয়া দেওয়ার পর মস্কোর যুদ্ধবিমান তার বিমান ঘাঁটিতে ফিরে আসে।’

এ সময় ‘রাশিয়ার যুদ্ধ বিমানটি আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে তার অভিযান পরিচালনা করে।’

এদিকে পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, মার্কিন যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধ বিমানের ধাওয়ার শিকার হয়েছে। বি-১ বোমারু বিমানগুলো ‘ইউরোপে একটি দীর্ঘ পরিকল্পিত মহড়ায়’ অংশ নিয়েছিল।

আরআই



মন্তব্য