ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মে ২৪, ২০২৩ ১৪:২৬
১৫ বার পঠিত

দরজায় কড়া নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ। এবারের আয়োজক প্রতিবেশী দেশ ভারত। বিশ্বকাপকে সামনে রেখে আগামী জুন বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্টিত হবে ম্যাচগুলো।

সূচি অনুযায়ী আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেবে ১০টি দল। দলগুলোকে দুটি ভাগ করে দেওয়া হয়েছে।

গ্রুপ-‘এ’ তে দুইবারের বিজয়ী ওয়েস্ট ইন্ডিজের সাথে রয়েছে ম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্র।

গ্রুপ-‘বি’ তে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সাথে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

১৮ জুন: নেপাল বনাম জিম্বাবুয়ে হারারে

ওয়েস্ট ইন্ডিজ বনাম যুক্তরাষ্ট্র তাকাশিঙ্গা

১৯ জুন: শ্রীলঙ্কা বনাম আরব আমিরাত কুইন্স

ওমান বনাম আয়ারল্যান্ড বুলাওয়ে

২০ জুন: নেদারল্যান্ডস বনাম জিম্বাবুয়ে হারারে

নেপাল বনাম যুক্তরাষ্ট্র তাকাশিঙ্গা

২১ জুন: আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড কুইন্স

ওমান বনাম আরব আমিরাত বুলাওয়ে

২২ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল হারারে

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র তাকাশিঙ্গা

২৩ জুন: ওমান বনাম শ্রীলঙ্কা কুইন্স

আরব আমিরাত বনাম স্কটল্যান্ড বুলাওয়ে

২৪ জুন: জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ হারারে

নেদারল্যান্ডস বনাম নেপাল তাকাশিঙ্গা

২৫ জুন: শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড কুইন্স

স্কটল্যান্ড বনাম ওমান বুলাওয়ে

২৬ জুন: জিম্বাবুয়ে বনাম যুক্তরাষ্ট্র হারারে

ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস তাকাশিঙ্গা

২৭ জুন: শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড কুইন্স

আরব আমিরাত বনাম আয়ারল্যান্ড বুলাওয়ে

২৯ জুন: এ২ বনাম বি২ কুইন্স

৩০ জুন: এ৩ বনাম বি১ কুইন্স

১ জুলাই: এ১ বনাম বি৩ হারারে

২ জুলাই: এ২ বনাম বি১ কুইন্স

৩ জুলাই: এ৩ বনাম বি২ হারারে

৪ জুলাই: এ২ বনাম বি৩ কুইন্স

৫ জুলাই: এ১ বনাম বি২ হারারে

৬ জুলাই: এ৩ বনাম বি৩ কুইন্স

৭ জুলাই: এ১ বনাম বি১ হারারে

৯ জুলাই: ফাইনাল হারারে



মন্তব্য