করোনা মহামারির ধাক্কা এখনও ভালোভাবে সামাল দিয়ে উঠতে পারেনি অনেক দেশ। এ মহামারি থেকে পৃথিবী যখন সুস্থ হয়ে উঠছে, তখন পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে প্রতিবেদন পেশ করার সময় প্রতিষ্ঠানটির প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস এ সতর্কবার্তা দেন।
পরবর্তী মহামারি করোনার চেয়েও মারাত্মক হতে পারে মন্তব্য করে তিনি সবাই এ বিষয়ে আগেই প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, করোনার জরুরি স্বাস্থ্য সতর্কতা তুলে নেওয়া হলেও এর ঝুঁকি শেষ হয়নি। আরও নতুন নতুন রোগ সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে।
পরবর্তী সময়ে যেকোনো মহামারি আঘাত হানলে আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক, সম্মিলিতভাবে এবং ন্যায়সঙ্গতভাবে সেটি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি।
করোনার জন্য কেউ প্রস্তুত ছিল না মন্তব্য করে গেব্রিয়াসুস আরো বলেন, গোটা বিশ্ব চমকে গিয়েছিল। গত এক শতাব্দীর মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট। তাই, পরবর্তী মহামারি মোকাবিলায় সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।
এনডিটিভি/আরআই