আরও খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান প্রধানমন্ত্রী ইমরান খান আটটি মামলায় আগাম জামিন পেয়েছেন। ইসলামাবাদের একটি আদালত মঙ্গলবার পিটিআই প্রধানের আবেদনের শুনানি শেষে আগামী ৮ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এর আগে বারবার আবারও গ্রেফতারের বিষয়ে বলে আসছিলেন। যে মামলা গুলোতে গ্রেফতারের আশঙ্কা করছিলেন সেগুলোর জন্য আগাম জামিন আবেদন করেন তিনি।
সম্প্রতি ইমরান খানকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। পুরো পাকিস্তান জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।
আরআই