আফ্রিকার দেশ ক্যামেরুনে ৩০ জন নারীকে অপহরণ করা হয়েছে। দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওই নারীদের অপহরণ করেছে বলে ক্যামেরুনের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তাদের কোনো ফেরত দেয়নি সন্ত্রাসী গোষ্ঠীটি। তবে অপহরণের দায় স্বীকার করে নিয়েছে তারা।
ওই নারীরা তাদের কথা মতো কাজ করেনি বলে তাদের অপহরণ করা হয়েছে বলে জানানো হয়েছে। ক্যামেরুন ও নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে তাদের তুলে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদীরা।
অপহরণের বিষয়টি নিশ্চত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বন্দুক ও লাঠিজাতীয় জিনিস দিয়ে ওই নারীদের আঘাতও করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে ক্যামেরুনের ওপর তাণ্ডব চালাচ্ছে বিছিন্নতাবদী এ গোষ্ঠীটি। গোষ্ঠীটি বেশ শক্তিশালী। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সীমান্ত অঞ্চলে বিশেষ কয়েকটি কর বসিয়েছে। কেউ বিয়ে করলে, বাচ্চা হলে তাদের কর দিতে হয়। শুধু তা-ই নয়, কেউ মারা গেলে কবর দেওয়ার জন্যও তাদের এক হাজার ডলার কর দিতে হয়।
ওই নারীরা কর দিতে অস্বীকার করেছিলেন বলেই তাদের অপহরণ করা হয়েছে বলে প্রশাসনের দাবি।
আরআই