ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

বাংলাদেশ২৪অনলাইন
মে ২৩, ২০২৩ ২৩:৪৬
৯৬ বার পঠিত

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (জেডিপি)। শিক্ষা সংক্রান্ত ১৩টি ক্যাটাগরির মূল্যায়নে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিদ্যালয়টি।

উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিটি জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচন করা হয় প্রতিবছর। এবার উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয় বিদ্যালয়টি। পরে জেলা পর্যায়েও জেলার ৯টি উপজেলার শ্রেষ্ঠ ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ নির্বাচিত হয়।

এদিকে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের সব কর্মচারির সার্বিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। আশা করছি, বিভাগীয় পর্যায়েও আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো।

বিডি/আমিরুল/সি/এমকে



মন্তব্য