ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশ২৪অনলাইন
মে ২৩, ২০২৩ ২২:২৫
৫৯ বার পঠিত

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজগঞ্জে সিয়াম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে মঙ্গলবার (২৩ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম গজারিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে, রতনকান্দির সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, সিয়াম তার প্রতিবেশি হোসেন আলী চাচার মেশিনের মাধ্যমে ধান মাড়াইয়ের কাজ শেষে মেশিনের তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিডি/আমিরুল/সি/এমকে



মন্তব্য