আরও খবর
আগামী ২ বছরের জন্য প্রাথমিকভাবে ৬শ’ ৮৩ কোটি মার্কিন ডলারের বিশাল বাজেট ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার তাদের বার্ষিক সিদ্ধান্ত গ্রহণ সভায় এ বাজেট ঘোষণা করা হয়। এতে প্রতিষ্ঠানটির মূল সদস্যভুক্ত কোনো দেশ আপত্তি করেনি।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।
ডব্লিউএইচও তহবিল ঢেলে সাজানোর ব্যাপারে গত বছরের সভায় সম্মত হওয়ার পর এমন সিদ্ধান্ত আসলো।
বিশাল অঙ্কের এ বাজেট করার অন্যতম একটি কারণ হলো- কভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরো নির্ভরযোগ্য এবং স্থিতিশীল তহবিল সরবরাহ করা। ১৯৪টি সদস্য রাষ্ট্রের কাছ থেকে তহবিল সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
আরআই