আরও খবর
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
মঙ্গলবার (২৩ মে) বিকালে বজ্রসহ বৃষ্টির সময় বজ্রাঘাতে পাবনার চাটমোহরের চাচা-ভাতিজার প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১১ জন। পাশ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার পাঁচ বেতুনয়ান মাঠে এ দুর্ঘটনা ঘটে। দিনমজুর হিসেবে সেখানে ধান কাটতে গিয়েছিলেন তারা।
ওই চাচা-ভাতিজা হচ্ছেন- উপজেলার ছাইকোলা নদীপাড়া এলাকার মনি মাঝির ছেলে রুমিজ আলী ও মনির মন্ডলের ছেলে শাকিল আহমেদ।
জানা গেছে, শাকিল আহমেদ ও রুমিজ আলীসহ ১২ জন মাঠের মধ্যে ধান কাটছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সবাই মাঠের মধ্যে থাকা উন্মুক্ত একটি ঘরে আশ্রয় নেয়। সেই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাকিল ও রুমিজ আলী মারা যায়। বাকিরা কমবেশি আহত হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি/সি/এমকে