ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৩ ১৯:২৩
১৮ বার পঠিত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দল পেয়েছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে। সবকিছু ঠিক থাকলে গল গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা রয়েছে তার। জাতীয় দলের সিডিউল থাকায় সব ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে আশঙ্কা। তবুও আগেভাগে দলভুক্ত করে রাখল গল।

প্লেয়ার ড্রাফটের শুরু থেকে আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন সাকিব। এলপিএলের ওয়েবসাইটেও বিশেষভাবে উল্লেখ করা ছিল সাকিবের নাম। তার দিকে চোখ ছিল পাঁচ ফ্রাঞ্চাইজির সবগুলোর। তবে শেষ পর্যন্ত গলের হয়েই মাঠে নামবেন সাকিব।

লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের ড্রাফটে নাম লেখানোর শেষ সুযোগ ছিল ১৫ মে পর্যন্ত। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। পর্দা উঠবে আগামী ৩০ জুলাই। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

আরআই



মন্তব্য