আরও খবর
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ।
২২ মে (সোমবার) বিকাল ৫ টার দিকে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। মিছিলটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের বাসভবন থেকে শুরু হয় হয়। পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ চত্তরে গিয়ে শেষ হয়।
এদিকে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতারা অংশ নেন।
বিডি/হুমায়ুন/সি/এমকে