ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে: জি এম কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মে ২২, ২০২৩ ২০:৩১
১৮ বার পঠিত

দেশের নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ও রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। কারণ হিসেবে বলেছেন, নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে। তাছাড়া বর্তমান ব্যবস্থায় সরকারের ইচ্ছেমতো নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব, এমনটাই মনে করে সাধারণ মানুষ।

সোমবার (২২ মে) রাজধানী ঢাকান বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

জি এম কাদের জানান, ১৯৯১ সালের পর থেকে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ ও বিএনপি- দুদলই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। এমনকি কেয়ারটেকার সরকার ব্যবস্থাও নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধিতা করেছে জাতীয় পার্টি।

জাপা চেয়ারম্যান জানান, নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। নির্বাচন নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হওয়া যাবে না। নির্বাচনে বিশ্বাসযোগ্যভাবে জনগণের রায়ের প্রতিফলন ঘটতে হবে।

বিডি/আর/এমকে



মন্তব্য