ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

চেলসিকে হারিয়েই শিরোপা জিতল ম্যানসিটি

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৩ ১৬:৩২
১৬ বার পঠিত

আলভারেসের একমাত্র গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যরা রোববার মাঠে নামে ‘গার্ড অফ অনার’ নিয়ে আর মাঠ ছাড়ার বেলায় সঙ্গী ‘ইপিএল শিরোপা।’

এ নিয়ে মোট নয়বার শিরোপা ঘরে তুলল তারা। জয়সূচক গোলটি অবশ্য শুরুতেই পেয়ে যায় ম্যানসিটি। ১২তম মিনিটে পালমারের দারুণ পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে বল জড়ান তিনি। এ নিয়ে এ সিজনে সিটির জার্সিতে ৯ গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেস।

ট্রেবল জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল পেপ গার্ডিওয়ালার ম্যানসিটি। এফএ কাপ আর পরম আরাধ্যের চ্যাম্পিয়নস লিগটা জিতলেই হয়ে যায় বাকি কাজটা। অপেক্ষা শুধু একটি করে ম্যাচের, দুটি টুর্নামেন্টেরই ফাইনালে উঠে আছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

আরআই



মন্তব্য