ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের থাপ্পরে সোহেল মিয়া নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামে ঘটনাটি ঘটে।
সোহেল মিয়া গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, যাত্রী নিয়ে যাচ্ছিল সোহেল মিয়া। পথে সরিষা কৃষি বাজারের কাছাকাছি জায়গায় ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেনের ছেলে ময়নালের গায়ে অটোরিকশার মৃদ ধাক্কা লাগে। এতে ময়নাল ক্ষীপ্ত হয়ে সোহেলকে চর থাপ্পর মারতে শুরু করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন সোহেল। পরে ময়নালের ভগ্নিপতি মনিরুল সোহেলকে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।
বিডি/হুমায়ন/সি/এমকে