আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনও নির্বাচন হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নানা কথা বলে আওয়ামী লীগের নেতারা জনগণকে বিভ্রান্ত করতে চায়৷ আওয়ামী লীগ পরিকল্পিত নির্বাচন করে। সবাই মিলে প্রতিবাদ না করলে দেশ রক্ষা হবে না, আমাদের অধিকার নিশ্চিত হবে না।
রোববার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি ক্রান্তিকালে এসে পৌঁছেছে দেশের মানুষ। বর্তমানে কাউকে মাথা উঁচু করে দাঁড়ানো সুযোগ দিচ্ছে না সরকার। কারণ, ইতোমধ্যে নিজের মাথাটি বিক্রি করে দিয়েছে সরকার।
বিএনপি মহাসচিব বলেন, আজকে জনগণ ও সরকার মুখোমুখি দাঁড়িয়ে আছে। যখন মানুষ গণতন্ত্রের জন্য মরছে, আন্দোলনের জন্য রাস্তায় নেমে গেছে, প্রায় ঐক্যবদ্ধ সবাই, তখন সরকার পুলিশ, র্যাবসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আওয়ামী গুন্ডা, সন্ত্রাসীদের দিয়ে সেই আন্দোলনকে নস্মাৎ ও দমনের চেষ্টা করছে।
আলোচনা সভায় জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।
বিডি/আর/এমকে