ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৩ ১৬:৫২
১৭ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দারুণ নপৈূণ্য দেখাচ্ছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া সিরিজ গুলোতে দুর্দান্ত খেলেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া ম্যাচেও ছিলেন তিনি অনবদ্য।

তার দুর্দান্ত ফর্ম নজর কেড়েছে ইংলিশদের। ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে ৫০ ওভারের একটি লিগ খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ। জাতীয় দলের কোনো ম্যাচ না থাকলে আগামী আগস্টে শুরু হতে যাওয়া এ আসরে খেলবেন তিনি।

ইংলিশ কাউন্টি দলে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়টি মিরাজ নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌‘আমার কাছে প্রস্তাব এসেছে। তবে যাওয়া না যাওয়ার বিষয়টি নির্ভর করছে সে সময় জাতীয় দলের খেলা আছে কিনা তার ওপর।’

মিরাজের কাউন্টিতে খেলার প্রস্তাবিটি এসেছে স্পিনার জ্যাক লিনটটের মাধ্যমে। লিনট ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজের সাথে একই দলে খেলেছিলেন। মোহামেডানের হয়ে তারা খেলছিলেন।

চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে কাউন্টি ট্রিকেট। বাংলাদেশ ক্রিকটে বোর্ড থেকে অনুমতি পেলে তিনি খেলতে পারবেন কাউন্টিতে।

এদিকে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। দলটির বিপক্ষে তিন ফরমেটে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তাব পেলেও কাউন্টিতে খেলবেন কিনা তা বলা যাচ্ছে না।

আরআই



মন্তব্য