ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

সরকারের লোকেরা সিন্ডিকেটের মাধ্যমে বিপর্যস্ত করছে জনজীবনকে: ফখরুল

বাংলাদেশ২৪অনলাইন
মে ১৯, ২০২৩ ২০:১১
১৮ বার পঠিত

দেশে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু-হু করে বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, সরকারের লোকেরা সিন্ডিকেটের মাধ্যমে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলছে। আর এ অনাচার আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিচ্ছে সরকার।

শুক্রবার (১৯ মে) দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানান মির্জা ফখরুল। ফেনী ও গাজীপুরে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, ঘর-বাড়ি ভাংচুর, মামলা ও গ্রেফতারের ঘটনায় এ বিবৃতি দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে সন্ত্রাসকে গ্রহণ করেছে। এ জন্য বিরোধী দলের কোনো কর্মসূচি সহ্য করতে পারছে না। মানুষের আওয়াজ শুনলেই আতঙ্ক বোধ করছে তারা।

নিপীড়ন-নির্যাতন চালিয়েও সরকার বিএনপির কর্মসূচি বানচাল করতে পারবে না। গণতন্ত্রকামী মানুষের অগ্রযাত্রাকে থামাতে পারবে না, বলেন বিএনপি মহাসচিব।

বিডি/আর/এমকে



মন্তব্য