ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির সব প্রার্থী বহিষ্কার

বাংলাদেশ২৪অনলাইন
মে ১৭, ২০২৩ ১৭:৪৫
১৫ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া বিএনপির সব প্রার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করেছে দলটি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এ নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বিএনপির ২৯ জন নেতা। বহিস্কারের বিষয়টি গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় সংশ্লিষ্ট নেতাদের। এর কোনো সন্তোষজনক জবাবনা দিয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন তারা। তাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডি/আর/এমকে



মন্তব্য