ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

২০ মে ঢাকায় বিক্ষোভ করবে ১২ দলীয় জোট

বাংলাদেশ২৪অনলাইন
মে ১৬, ২০২৩ ২৩:৪৯
১৩ বার পঠিত

আগামী ২০ মে রাজধানী ঢাকায় বিক্ষোভ করবে ১২ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) রাতে রাজধানীতে বাংলাদেশ এলডিপি কার্যালয়ে জোটের সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শুরু করবে এ জোট। বাংলাদেশ জাস্টিস পার্টিকে চলমান যুগপৎ আন্দোলনে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয় সভায়।

সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভাপতিত্ব করেন। ১২ দলের শীর্ষ নেতা ও মহাসচিবরা অংশগ্রহণ করেন।

বিডি/আর/সি



মন্তব্য