ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

অবৈধপথে আসেছ ভারতীয় আলু

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ৩০, ২০২৩ ১১:২৮
৩১ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা দিয়ে অবৈধভাবে আসছে ভারতের আলু। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি নিজেদের উৎপাদিত আলুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে স্থানীয় আলু চাষিদের মাঝে।

স্থানীয় চোরাকারবারীদের মাধ্যমে এসব আলু কিনছেন বহিরাগত ব্যবসায়ীরা। বিজিবির ক্যাম্পের সামনে দিয়েই এসব আলু পারাপার হলেও কোন নজরদারি নেই তাদের।

জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া, মমিনপাড়া, তিনঘড়িয়া পাড়া এবং বাঙ্গালপাড়া- এ চারটি গ্রাম ভারতের সীমান্ত ঘেঁষা। সীমান্ত এলাকায় তারকাটার বেড়া থাকলেও ভারতের কয়েকটি গ্রামের সঙ্গে এ গ্রামগুলোর নিবিড় সম্পর্কে সে বেড়া প্রভাব ফেলতে পারেনি।

এ সুযোগ কাজে লাগিয়ে উভয় পাশের স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এলাকাটিকে বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহার করছে। তারকাটার ওপারের ভারতীয় গ্রামগুলোতে চাষ হওয়া আলু প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বাংলাদেশে।

স্থানীয়রা জানান, ভারতে আলুর দাম কম। মাত্র ৩ টাকা কেজিতে কেনা এসব আলু ১১ থেকে ১৩ টাকা দরে পাইকারী কিনছেন বহিরাগত ব্যবসায়ীরা। আলুর বিষয়ে কথা বলতে গেলে কেউ কেউ ভারতীয় বলে স্বীকার করলেও অনেকেই এড়িয়ে যান। দাবি করেন সীমান্ত এলাকার বাংলাদেশীদের চাষের আলু।

এদিকে বিষয়টি বিজিবির নজরে আনলে রোববার রাতে অভিযান চালিয়ে ৬৬ বস্তা আলু জব্দ করে তারা। বিজিবি ঘাগড়া ক্যাম্পের সিপাহী কাজল মজুমদার বলেন, আমরা অভিযান চালিয়েছি। যাচাই বাছাই করে যেগুলো মালিকবিহীন এবং কোন কাগজপত্র নেই এমন ৬৬ বস্তা আলু জব্দ করেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো.সম্রাট হোসাইন/এমকে



মন্তব্য