ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

আমার প্রথম হিরোইনের প্রথম বাচ্চা, অভিনন্দন প্রিয়: বাপ্পি

অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৩ ০২:০৯
৭৭ বার পঠিত

সদ্য মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই মাহিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় অভিনেতা বাপ্পী মাহির সদ্যোজাত সন্তানসহ ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার প্রথম হিরোইনের প্রথম বাচ্চা, আবার প্রথম পোলার জন্মদিনের তারিখ ধার্য করা হলো। অভিনন্দন প্রিয়।’ পোস্টের সঙ্গে ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন তিনি।

প্রসঙ্গত, বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি জুটি বেঁধে পর্দায় অভিষিক্ত হন। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ নম্বর সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন এই জুটি।



মন্তব্য