আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বছরের রেকর্ড ভেঙেছেন লিটন দাস। শুধু তাই নয়, বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এদিন লিটন তুলে নিয়েছেন দ্রুততম অর্ধ-শতক। তবে সেঞ্চুরির করার সুযোগ থাকলেও লিটন সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনুভূতি প্রকাশ করে লিটন বললেন, ‘ভালো অনুভূতি। তবে আমার মনে হয় খুব তাড়া-হুড়ো করছিলাম। মাঝখানে স্পিনাররা খুবই ভাল বল করছিল। উইকেটও হেল্প করেছে তাদের। আমি যদি আরেকটু সময় নিয়ে তাদের বলগুলো খেলতাম তাহলে ৮৩ বা ৮৪ এর জায়গায় ১০০ হতো। ঠিকাছে এটা।’
দলের এমন সাফল্যতে খুশি লিটন বলেন, ‘অবশ্যই। জেতার জন্যই তো মাঠে নামি আমরা সবসময়। যেভাবে জিতেছি অবশ্যই... আমরা যে চিন্তাভাবনা করছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট, আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ওভাবে ভালোই খেলেছি।’