আরও খবর
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীকে আবারও দেখা যাবে ছোটপর্দায়।
এক সময়ে টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে এবার শ্রাবন্তী ভক্তদের জন্য রয়েছে সুখবর। আবারও ছোট পর্দায় ফিরছেন তিনি।
জানা গেছে, বেসরকারি এক টিভি চ্যানেলের ঈদ বিশেষ সাক্ষাৎকারে দেখা যাবে শ্রাবন্তীকে । জানা গেছে, এ বিশেষ আয়োজনেই এসেই শ্রাবন্তী জানাবেন তিনি অভিনয় থেকে এক যুগের বেশি সময় ধরে কেন দূরে আছেন।
প্রসঙ্গত, টেলিভিশন থেকে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে দূরে থাকা শ্রাবন্তীকে সবশেষ ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকে দেখা গিয়েছে।