ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

মুসলিম শিক্ষকদের হিজাব পরার অনুমতি দিল বার্লিন

অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৩ ০১:০৭
৫৬ বার পঠিত

জার্মানির বার্লিন অঙ্গরাজ্যের মুসলিম শিক্ষকদের এখন থেকে হিজাব ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেওয়া হবে।

বুধবার (২৯ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, বার্লিনের শিক্ষা বিভাগ রাজ্যের স্কুলের পরিচালকদের কাছে পাঠানো একটি অফিসিয়াল চিঠিতে বলেছে, সাধারণভাবে শিক্ষকদের হিজাব ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেওয়া হবে। তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করা যেতে পারে, যদি তা স্কুলের শান্তির জন্য বিপদ সৃষ্টি করে।

প্রসঙ্গত, বার্লিনের নিরপেক্ষতা আইন বেসামরিক কর্মীদের ধর্মীয় পোশাক ও প্রতীক পরতে বাধা দেয়। এই আইনের অধীনেই ২০০৫ সাল থেকে বার্লিনের শিক্ষকদের জন্য হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর



মন্তব্য