আরও খবর
মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ মণ ২৩ কেজি ওজনের বিশাল এক শাপলা পাতা মাছ।
ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের জেলে সাইদুল ইসলামের জালে বড় আকৃতির এ মাছটি ধরা পড়ে। জোয়ারে সাগর থেকে মাছটি নদীতে ভেসে এসেছে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আকতার জানান, রাজাপুর এলাকার জেলে সাইদুলের জালে মাছটি ধরা পড়ে মাছটি। পরে মাছটি বরিশালের একটি আড়তে ৫৫ হাজার টাকা বিক্রি হয়েছে।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, এটি একটি সামুদ্রিক মাছ। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের শাপলা পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। বাজারে এ মাছের চাহিদা রয়েছে।