ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

ইউরোপীয় ইউনিয়নকে বলেছি কেয়ারটেকারে ফিরতে পারবো না: কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ২৯, ২০২৩ ২০:৫৯
৩৩ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন লাঞ্চের দাওয়াত দিয়েছিল। সেখানে বলেছি, সংবিধান অনুযায়ী কেয়ারটেকার সরকারে ফেরত যেতে পারবো না আমরা।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারা চায় বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক। বন্ধু হিসেবে এটা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রও বলতে পারে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফ্রি, ফেয়ার ইলেকশন বাস্তবায়ন করবে ইলেকশন কমিশন। নির্বাচনের সময় সরকার রুটিন ওয়ার্ক করবে। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক, সেটা কখনও পূরণ হবে না- যোগ করেন ওবায়দুল কাদের।

বিডি/এমকে



মন্তব্য