ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৩ ১৬:৪৬
৪০ বার পঠিত

সিরিজ নিশ্চিতের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে চ্যালেঞ্জিং শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামে দুদল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ১৭১ রান করেছে টাইগাররা।

এদিন ব্যাট হাতে চমক দেখিয়েছেন লিটন দাস। ৪১ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস গড়েছেন। সেই সাথে সবচেয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও নিজের ঝুলিতে ভরলেন। ভাঙলেন আশরাফুলের গড়া ১৬ বছর আগের রেকর্ড।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন লিটন। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ১৮ বলে স্পর্শ করেন অর্ধশতক, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি। এরআগে বাংলদেশি হিসেবে দ্রুততম অর্ধশতক ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি পূরণ করেন তিনি। সেটিই ছিল এতদিন সবচেয়ে দ্রুততম অর্ধশতক।



মন্তব্য