ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

এ ফ্যাসিস্ট সরকার বিদায় হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ২৮, ২০২৩ ২১:৩৭
৩১ বার পঠিত

বর্তমান সরকারকে ভয়াবহ এক দানব আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দানব সরকারকে সরাতে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এ ফ্যাসিস্ট সরকার বিদায় হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে এ সব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দল এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্ব করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আন্দোলন শুরু করেছি। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন শুরু করেছে। এ আন্দোলন ভাত কাপড়ের, খাবারের, অধিকারের, বেঁচে থাকার, ভোটের অধিকারের আন্দোলন।

ফখরুল বলেন, বর্তমান সরকার নির্বাচিত নয়, তারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে। তিনি জানান, এক যুগের বেশি সময় ধরে এ দেশের মানুষকে হত্যা, নির্যাতন, গুম, খুনের মাধ্যমে দমন করে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তারা।

বিডি/এমকে



মন্তব্য