ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

ইউক্রেনকে ১৮টি লেপার্ড ট্যাংক পাঠাল জার্মানি

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মার্চ ২৮, ২০২৩ ১৪:৫৩
২৭ বার পঠিত

রুশ আগ্রাসন মোকাবেলা করতে ইউক্রেনকে ১৮টি লেপার্ড ট্যাঙ্ক পাঠিয়েছে জার্মানি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্লিন।

বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক এ লেপার্ড–২ ট্যাংক। জার্মানির সেনাবাহিনী ও অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। ইউরোপ ছাড়াও ইন্দোনেশিয়া এ ট্যাংক ব্যবহার করে। আফগানিস্তান, কসোভো ও সিরিয়ার সংঘাতে ডিজেল ইঞ্জিনচালিত এ যুদ্ধট্যাংকের ব্যবহার দেখেছে বিশ্ববাসী।

জার্মানির জনপ্রিয় সাময়িকী স্পিগলের খবরে বলা হয়েছে, সর্বশেষ লেপার্ড ট্যাংকটি গত শুক্রবার সীমান্ত পার হয়ে ইউক্রেনে যায়। এছাড়া জার্মানি ইউক্রেনকে ৪০টি মার্ডার পদাতিক যানও পাঠিয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এখন নেদারল্যান্ডস সফর করছেন। রবিবার দেশটির রটারডামে ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় শলৎসের কাছে ইউক্রেনকে ট্যাংক সরবরাহের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, ‘হ্যাঁ, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করেছি। আমরা খুবই আধুনিক ট্যাংক সরবরাহ করেছি।’

ডেইলি সাবাহ/আরআই



মন্তব্য