সৌদি আরবে ওমরাহ পালনকারী যাত্রীদের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৯ জন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার এলাকায় একটি সেতুর সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই দেশটির জরুরি সংস্থাগুলো পেঁছে গেছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পবিত্র রমজান মাস পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ দেশটিতে ছুটে গেছেন। এরই মধ্যে এমন দুর্ঘটনা দেশটির পরিবহন ব্যবস্থাকে কার্যত যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টিভি আল-এখবারিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন ও ২৯ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
কী করণে এমন দুর্ঘটনাটি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম ভিন্ন ভিন্ন সমস্যার কথা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভি দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির সমস্যার কথা বলছে। অন্যদিকে, বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, বাসটির ব্রেকের সমস্যার কারণে সেতুর সাথে ধাক্কা লাগে। এরপর তাতে আগুন লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়।
গাল্ফটুডে/আরআই