আরো একবার সুদহার বাড়ানোর ঘোষণা দিল সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক। আগামী মাস থেকে এ সুদহার কার্যকর হবে। গত বছর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার শূন্য শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করে সুইডেনের ব্যাংকটি।
রিকসব্যাংক গভর্নর এরিক থেডেন বলেন, “সুদের হার বাড়াতে হচ্ছে কারণ মূল্যস্ফীতি পরিস্থিতি আমাদের ধারণার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে।”
এখনও ৯ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে লড়তে হচ্ছে দেশটির অর্থনীতিকে, যা লক্ষ্যমাত্রারও ২ শতাংশ বেশি। গত ফেব্রুয়ারিতে বেঞ্চমার্ক রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয় এবং এপ্রিল নাগাদ আরও ২৫-৫০ শতাংশ বাড়ানো হতে পারে বলে সে সময়ই পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়।
ফেব্রুয়ারিতে সুইডেনে বেড়েছে মূল্যস্ফীতি। কিছু অর্থনীতিবিদ কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়ানোর এই চক্র শেষ করতে বলেছে। তারা বলছেন, উচ্চসুদের হার সুইডেনের সংবেদনশীল অর্থনীতির ধারা ধ্বংস করে দিতে পারে। ফলে এক পর্যায়ে গিয়ে তা অর্থনৈতিক সংকটকে তীব্র করতে পারে।
এ বিষয়ে এরিক থেডেন বলেন, “আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে মূল্যস্ফীতি দ্রুতই কমে আসবে। তবে সমস্যা হল এ পূর্বাভাস ২০২২ সালের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির এখনও পরিবর্তন হয়নি, মূল্যস্ফীতি চলমান।”