যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্কুলটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদন মতে, সোমবার (২৭ মার্চ) সকালে টেনেসির ন্যাশভিলের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিন শিশু ও প্রাপ্ত বয়স্ক তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিন শিশু গুলিবিদ্ধ হয়। তাদের নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, বন্দুকধারী একজন নারী, ‘যাকে কিশোরী বলে মনে হচ্ছে’। তবে তার পরিচয় জানতে কাজ করছেন তারা। তার কাছে অন্তত দুটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। তবে ঠিক কী কারণে হামলা চালিয়েছে, তা এখনও পরিস্কার নয়।