ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

তারা কী যুদ্ধ করেছিলেন বাংলাদেশের জন্যে?

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ২৭, ২০২৩ ২২:২৯
৩৮ বার পঠিত

বর্তমান সরকারকে পাকিস্তান বাহিনীর প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্ন তুলে বলেছেন, তারা কী যুদ্ধ করেছিলেন আজকের বাংলাদেশের জন্যে?

সোমবার (২৭ মার্চ) রাজধানী ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক গণসমাবেশে বিষয়টি জানান। মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ গণসমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আজকের বাংলাদেশ এখন এটা একাত্তর সালের পাকিস্তান বাহিনীর এবং পাকিস্তানি শাসকের প্রেতাত্মার বাংলাদেশ।

গণসমাবেশে সারা দেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা অংশ নেন। ফখরুল বলেন, পাকিস্তানিরা যেভাবে শাসন, শোষণ করেছে, মানুষের রক্ত চুষে নিয়েছে— একইভাবে আওয়ামী লীগের সরকার এ দেশের মানুষকে শোষণ করছে।মানুষকে ভয়ংকরভাবে নির্যাতন করছে। তিনি বলেন, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে হটাতে হবে।

গণসমাবেশে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবেদিন, সিরাজুল হক, শাহ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের আবদুল হালিম, কামাল উদ্দিন, নুরুল করিম, এবাদুল হক, আবদুল খালেক মণ্ডল, আবদুল মান্নান, মোকসেদ আলী মোঙ্গলিয়া, আব্বাস উদ্দিন, জহিরুল আলম তালুকদার রুকু, ওয়াহিদুর রহমান প্রমুখ।

এমকে



মন্তব্য