ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ২৭, ২০২৩ ০৯:৪৯
২৩ বার পঠিত

গত এক সপ্তাহে সৌদি আরবে আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৭ হাজার ১১৪ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারদের মধ্যে বাংলাদেশিও আছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে ৯ হাজার ৩৪৬ জন আবাসিক ব্যবস্থা, চার হাজার ৯৮০ জন সীমান্ত নিরাপত্তা বিধি ও দুইহাজার ৭৮৮ জন শ্রম আইন লঙ্ঘনে অভিযুক্ত। এছাড়া সৌদির সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ৬০০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২৮ শতাংশ ইয়েমেনি, ৬৯শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার। গ্রেফতারদের মধ্যে ৭৩ জন সৌদি আরবের বাইরে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। আবাসিক এবং কাজের বিধি লঙ্ঘনে জড়িতদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় এবং গোপনীয় কার্যকলাপ অনুশীলনের সাথে জড়িত ১৬ জনকেও গ্রেফতার করা হয়েছে।

বিডি/জান্নাত/এমকে



মন্তব্য