চৈত্রের শুরুতে দেশজুড়ে বৃষ্টি। কোথাও ভারী আবার কোথাও মৃদু। এরই মধ্যে অনুশীলনে নামেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান। সময়টা ভালো যাচ্ছে না এ বাঁহাতির। ব্যাটে ভালো রান পাচ্ছেন না।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে তামিম করেছিলেন যথাক্রমে ২৩, ৩৫ ও ১১ রান। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো করতে পারেননি তিনি। ৯ বলে ৩ রান করে মার্ক আডাইয়ারের বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেন তিনি। বৃষ্টির মধ্যেও তাই নেমে পড়েছিলেন অনুশীলনে।
সকাল ১০টার দিকে মাঠে আসেন তামিম। প্রায় তিন ঘণ্টা ঘাম ঝরান। তার তত্ত্বাবধানে ছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও কয়েকজন নেট বোলার।
তামিমের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পায়। আয়াল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে রেকর্ড জয় পেয়েছে। তবে তার ব্যাট কথা বলছে না। এ নিয়ে প্রশ্ন উঠেছে। নানা মহলে চলছে চাপা সমালোচনা।