২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যাত্রা শুরু করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই দেশের শান্তি ও নিরাপত্তা দরকার। সে ক্ষেত্রে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাজায় রাখতে হবে।
রোববার (১৯ মার্চ) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র্যাবের উদ্দেশ্যে এসব কথা বলেন। রাজধানী ঢাকার কুর্মিটোলায় র্যাব সদর দফতরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ক্ষমতায় থাকাকালে তার সরকার অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন অপতৎপরতা মোকাবিলা করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পেরেছে। আর এ কারণেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।
২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে, তারই ভিত্তিতে তার সরকার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে। সেই সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। আত্মমর্যাদাবোধ নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের এ অপ্রতিরোধ্য গতিকে কেউ বন্ধ করতে পারবে না। বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলবো আমরা, বলেন প্রধানমন্ত্রী।
এমকে