ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

আমার কোনো আক্ষেপ নেই: হৃদয়

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ২০:৫৭
১১ বার পঠিত

জাতীয় দলে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক। এরপর শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়ার মাধ্যমে স্বপ্ন পূরণ হলো তৌহিদ হৃদয়ের।

অভিষেক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করলেন তিনি। অভিষেক ম্যাচে ৯২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন, যেটি দেশের ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে থাকল।

হৃদয় প্রথমে সাকিব আল হাসানের সাথে জুটি বাঁধেন। এ জুটি থেকে আসে ১৩৫ রান। এরপর আরেক লিজেন্ট মুশফিকুর রহিমের সাথে জুটি বেধে করেন ৮০ রান। দুটি জুটিই ছিল অনবদ্য।

ঝড়োভাবে ব্যাটিং করার মানসিকতা নিয়েই ব্যাট চালাতে থাকেন। অপর প্রান্তে থাকা ব্যাটার সাকিবের কাছ থেকে শেখার চেষ্টা করছিলেন। তবে মেইন ফোকাসটা রেখেছিলেন নিজের ওপর। সহজ স্বীকারোক্তি হৃদয়ের।

হৃদয় বলেন, “ক্রিজে যেন সেটেল হয়ে যাই এমনভাবে ব্যাট চালাইনি। যে বলটা যেমন, সে বলটা সেভাবে খেলার চেষ্টা করছিলাম। সাকিব ভাইয়ের সাথে ব্যাট করার অনুভূতিটাই অন্যরকম। তিনি অনেক অভিজ্ঞ ব্যাটার। আমি তার কাছ থেকে শিখছিলাম। আমি বাস্তবিকই খুব উপভোগ করেছি। মাঝে মাঝে তিনি আমাকে উপদেশ দিচ্ছিলেন। যখন মনে করছিলাম কিছু একটা করব, তাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম। সাকিব ভাই আমাকে উৎসাহ দিচ্ছিলেন।”

সাকিবের বিদায়ের পর মুশফিকের সাথে ব্যাট করার অভিজ্ঞতা শেয়ার করে হৃদয় বলেন, “এটা আরো আনন্দের ব্যাপার যে আমার ইনিংসের পরবর্তী সময়গুলো মুশফিক ভাইয়ের সাথে ব্যাট করতে পেরেছি।” ১৬ বছর আগে উইকেট কিপার এ ব্যাটার হৃদয়কে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল বলেও জানান হৃদয়।

হৃদয় বলেন, “২০০৭ সালের বিশ্বকাপে মুশফিক ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে জয়ের ভূমিকা রাখেন এবং এ জয়ের পর একটি স্ট্যাম্প নিয়ে আসেন। বগুড়ায় একটা ম্যাচের সময় একজনের হাতে যখন ওই স্ট্যাম্পটি দেখি, তখন এটি আমার মনে ব্যাপক সাড়া জাগায়। আমি তখন খুব ছোট। আমি ওই দিন থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি।”

অভিষেক ম্যাচে শতক না ছুঁতে পাওয়ায় কোনো আক্ষেপ নেই উল্লেখ করে হৃদয় বলেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমি অনেক আগেই আউট হয়ে যেতে পারতাম। আমি যা করতে পেরেছি, তাতেই খুশি। আমি সবসময় আল্লাহকে ধন্যবাদ জানাই। আমার রিজিকে যা বরাদ্দ ছিল, তাই পেয়েছি। আশাকরি পরবর্তী ম্যাচগুলোতে আরো ভালো করতে পারব। আমার কোনো আক্ষেপ নেই।”

ইএসপিএন/আরআই



মন্তব্য