ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর শক্তি নেই: ওবায়দুল কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১৯, ২০২৩ ১৯:৪৫
১২ বার পঠিত

দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে হারায়- এমন অন্য কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে নেই বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আমরা সব ষড়যন্ত্র গুঁড়িয়ে সব অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রুখবো।

রোববার (১৯ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তার দলের নেতাকর্মীদের উদ্দেশে এ সব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ সভা হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাসবিকৃতকারীরা এখনো ষড়যন্ত্র করছে। সব অপশক্তির হোঁতা বিএনপি ফের পাকিস্তান বানাতে চায় এ দেশকে। ফিরিয়ে নিতে চায় সাম্প্রদায়িক জঙ্গিবাদে।

নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর জন্মদিবসে শপথ নিতে হবে- প্রিয় মাতৃভূমিকে সাম্প্রদায়িকতার লীলাভূমিতে পরিণত হতে দেব না, জঙ্গিবাদী শক্তির কাছে ফিরিয়ে দেব না।

এমকে



মন্তব্য