আরও খবর
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার আটঘরিয়ায় ১২০ পরিবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে। আগামী ২২শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় (৪র্থ পর্যায়ে) তাদের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তর করা হবে।
১২০ পরিবারের মধ্যে উপজেলার মাজপাড়া ইউনিয়নে ৪০, দেবোত্তর ইউনিয়নে ১৫ এবং একদন্ত ইউনিয়নে ৬৫ পরিবার রয়েছে ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু জানান, জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতক জমিসহ সেমিপাকা ঘর দেওয়া হচ্ছে। সহ মোট ১২০ জন ভূমিহীন ও গৃহহীনকে ঘর প্রদান করা হবে। ইতিপূর্বে আমরা ১৮৫ জনকে ২শতক জায়গাসহ ঘর প্রদান করা হয়েছে।
মো. আফতাব হোসেন/এমকে