ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

সিরিজ শেষে সাকিবের বিরুদ্ধে তদন্ত করবে বিসিবি

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ১৭:৫৯
৮ বার পঠিত

বাইশ গজে দুর্দান্ত সাকিব আল হাসান। কিন্তু মাঠের বাইরের কর্মকাণ্ডে মাঝে মধ্যেই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি এক স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন। এ বিষয়ে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার এক বিবৃতিতে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এটা নিয়ে এই সিরিজের মাঝখানে আলাপ করতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন, আমি বলছি। পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখিছি। শুনেছি। যে ঘটনাটা ঘটেছে, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যখন নাকি একদিনের ব্যবধানে এটা হয়েছে। আমাদের ওই সময় হয়নি পুরো বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন, তাদের জিজ্ঞেস করার। সিরিজ শেষ হোক, অবশ্যই এ ব্যাপারে আমরা জানতে চাইব।’

সাকিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সিরিজ শেষে সে বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ক্রিকেটের এ বড় কর্মকর্তা।

আরআই



মন্তব্য