ভারতের পশ্চিমবঙ্গে ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকি হামলার শিকার হয়েছেন। কোলকাতার ধর্মতলায় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ‘ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি এ হামলার শিকার হন।
শনিবার দুপুরে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠেন নওশাদ। এমন সময় এক ব্যক্তি মঞ্চে উঠে তাকে ধাক্কা মারে। এ নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। হামলাকারীকে মারার জন্য সবাই উদ্যত হয়। তবে নওশাদ সিদ্দিকি হামলাকারীকে মারধর নিষেধ করেন।
হামলাকারী ওই যুবক কে, কেন আচমকা নওশাদ সিদ্দিকিকে ধাক্কা দিলেন। তা এখনও জানা যায়নি। পুলিশ ওই হামলাকারীকে আটক করেছে।
এ বিষয়ে নওশাদ সিদ্দিকি বলেন, ‘পরিকল্পনা করে এ আন্দোলনকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছিল। ধন্যবাদ, যারা আছেন এখানে, সকলেই শিক্ষিত মানুষ। তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশের কাজ এখন সত্যটা সবার সামনে আনা। কে এসেছিল, কেন এসেছিল সেটা সকলের সামনে আসা প্রয়োজন। এ মঞ্চকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের।’
পশ্চিম বঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘এ ধরনের চড় বা শারীরিক হেনস্থা আমার দল সমর্থন করে না। এটা সুস্থ রাজনীতি নয়।’
পার্সটুডে/ আরআই