ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-১

বাংলাদেশ২৪অনলাইন
মার্চ ১৯, ২০২৩ ১৭:৪৭
৫১ বার পঠিত

আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সদর উপজেলার বনবাড়িয়া এলাকা থেকে রোববার (১৯ মার্চ) ভোরে ১৩৭ কেজি গাঁজাসহ ফারুক আহমেদ (৩৫) নামের একজনক আটক করেছে র‌্যাব-১২। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ২৪টি ড্রাম জব্দ করা হয়েছে।

ফারুক আহমেদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার পৈয়া পাথার এলাকার আবুল কালামের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।

একইদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

ভারপ্রাপ্ত কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। খবর ছিল গাঁজার একটি বড় চালান কুমিল্লা থেকে সিরাজগঞ্জের দিক আসছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফারুক আহমেদ আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল। আটকের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে।জব্দকৃত আলামতসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি/এমকে



মন্তব্য