আরও খবর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় গিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।
এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে শনিবার (১৮ মার্চ) রাতে একজন আইনজীবীসহ থানায় যান তিনি।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়ক শাকিব খান থানায় এসেছেন। তিনি একটি অভিযোগ করবেন বলে শুনেছি। তবে কার বিরুদ্ধে করবেন তা এখনো জানা যায়নি। অভিযোগ আমাদের হাতে এলে পরে জানা যাবে।
এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানা গেছে, এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে থানায় গিয়েছেন এ নায়ক।