আরও খবর
সুখবর দিলেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। মা হতে চলছেন এ অভিনেত্রী।
জানা গেছে, আগামী জুনের শেষের দিকে তার কোলজুড়ে আসতে পারে তার প্রথম সন্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সানা খান নিজেই। এক সাক্ষাৎকারে সানা খান জানান, এটি আমার জন্য নতুন এক যাত্রা। বেশ ভালো লাগছে। আমি আমার সন্তানকে কোলে নেয়ার জন্য অপেক্ষায় আছি।
প্রসঙ্গত, হঠাৎ বলিউডকে বিদায় জানিয়ে এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান এ অভিনেত্রী। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালানো শুরু করেন।