ঢাকা - মার্চ ৩০, ২০২৩ : ১৬ চৈত্র, ১৪২৯

হলিউড তারকা ল্যান্স রেডিক আর নেই

বাংলাদেশ২৪অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ১০:১২
২৮ বার পঠিত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ল্যান্স রেডিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

শুক্রবার (১৭ মার্চ) আমেরিকার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘জন উইক’ খ্যাত এ অভিনেতা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনেতার জনসংযোগের দায়িত্বে থাকা মিয়া হ্যানসেন জানান, স্বাভাবিকভাবে জীবনাবসান হয়েছে ল্যান্স রেডিকের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা।

প্রসঙ্গত, ২০০০ সাল নাগাদ ‘অজ’ নামক টেলিভিশন শোয়ের হাত ধরে হলিউডে পরিচিতি লাভ করেন ল্যান্স রেডিক। ‘অজ’ সিরিজে তার কাজ প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচকদের দ্বারা। তার পর ‘দ্য ওয়্যার’ সিরিগে সেড্রিক ড্যানিয়েলস চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকের। এরপর থেকেই কাজ শুরু করেন সিনেমায়।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, ডন



মন্তব্য